আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের সাথে আওয়ামীলিগ ১৯৭২-২০১০ এর সম্পর্ক কি ?

সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে

১৬ ই ডিসেম্বর ১৯৭১ সালে কি বাংলাদেশ স্বাধীন হয় নাই? আমার জানা মতে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ বিকাল ৪ টা থেকে বাংলাদেশ স্বাধীন । স্বাধীন মানে যুদ্ধ শেষ , ১৭ ডিসেম্বর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেবার বা মুক্তিযোদ্ধা হবার আর কোন সুযোগ নাই । ১৯৯৬ -২০০৬ -২০০৯-২০১০ সালে এখনো আওয়ামীলিগের সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক ? এখন কোন মুক্তিযুদ্ধের খাতিরে আওয়ামীলিগ কে সমর্থন করতে হবে? মুক্তিযুদ্ধের কি মহান অবদান রাখতে আওয়ামীলিগ কে ভোট দিতে হবে ? মুক্তিযুদ্ধের কোন চেতনা বলে আওয়ামীলিগের অত্যাচার সহ্য করতে হবে ? মুক্তিযুদ্ধের কোন সার্থে আওয়ামীলিগের বর্বরতা এবং কুকর্মের সাফাই গেয়ে যেতে হবে ? ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী "খুনী" রা যে নিস্ঠুর বর্বরতা বাংলাদেশে দেখাইছে সে টা কি রাজাকার নিধনের জন্য ছিল ? রাজাকার মারতি '"পিটায়া" মারতি , ১০ টা কেন ১০০ টা মারতি আর যাই হোক আমি নিন্দা করতাম না চুপ থাকতাম। ২৮ অক্টোবরের এই বর্বরতা কেন ছিল ? সারা পৃথিবী দেখছে এবং জানে এটা ছিল ১০০০% রাজনৈতিক এবং ১০০% ভাগ "জোর করে" ক্ষমতা দখলের লড়াই । নিশ্চিত ভাবে তখন নির্বাচন হলে আওয়ামীলিগ হারতো ।

আওয়ামীলিগ কোন ভাবেই তখন নির্বাচনে আসতে রাজী হয় নাই। নির্বাচনে বাধা দেওয়ার জন্য হেন কাজ নাই যা আওয়ামীলিগ করে নাই । ২৮ অক্টোবরের সে হত্যা কান্ড "রাজনৈতিক এবং ক্ষমতা" র লোভে আওয়ামী চরিত্রের প্রকাশ । আজকে যখন আওয়ামীলিগের বর্বরতার নিন্দা করে পোস্ট আসছে তখন "মুক্তিযুদ্ধ" এবং রাজাকারের দোহাই দিয়ে কিছু "অমানুষ" ব্লগার আওয়ামীলিগের সমর্থন করে যাচ্ছেন । !!! আমি জা-শি করি না, রাজাকার ঘৃণা করি ।

এই জন্য "আওয়ামীলিগ" এর সকল কর্মকান্ডের প্রশংসা করতে/বৈধতা দেওয়ার জন্য "রাজাকার নিধনের" বাহানা খুঁজতে আমার বাধ্য হতে হবে ? এই ঘটনার সাথে কোন ভাবেই মুক্তিযুদ্ধ আর আর রাজাকের সম্পর্ক নেই । কিছু নাস্তিক দের দেখলাম "ভাল হইছে" এরকম আরো আগে হওয়া উচিৎ ছিল শ্লোগান দিচ্ছেন !!!!! এই "কীট শ্রেনীর" ঘৃণীত নস্তিক ভেকধারী রা "সন্ত্রাসী" কর্মকান্ডের জন্য দায়ী মুসলমানদের দায় ইসলামের উপর চাপাইতে প্রাণপন চেস্টা করে আবার সময় সুযোগ মত "মুক্তিযুদ্ধ" আর রাজাকারের দোহাই দিয়ে "বর্বরতম" কর্মকান্ডের বৈধতাই শুধু নয় আরো এরকম "জঘন্য" হত্যার সংকল্প করে । নাস্তক দের কর্মকান্ড এটা প্রমানের জন্য যথেস্ঠ যে " দেশ প্রেমের থেকে মুক্তিযুদ্ধের নাম রাজনৈতিক উদ্দেশ্যেই অনেকে বেশি ব্যাবহার করে থাকেন " আর বেকুব টাইপের ছাগল ব্লগার যারা "মানবিকতা, শান্তি আর প্রগতির" নামে নাস্তিক রুপী "কীট" গুলোর পায়ে পায়ে ভিজা বেড়ালের মত ঘুর ঘুর করেন তারা বুঝে নিতে পারেন এই "জংগলী" গুলোর মানবিকতা/মানবাধিকার শান্তি আর সহনশীলতার ভাব আর বুলি একটা ভুজং বৈ কিছু না । ২ দিন আগে আসিফ মহিউদ্দিনের ইসলাম কে "বিষধর" গোখরা সাপের সাথে তুলনা মূলক পোস্টে Click This Link লুতু লুতু চামাচামী মূলক কমেন্ট কারী রা এই পোস্টে Click This Link আসিফের মন্তব্য থেকে শিক্ষা নিতে পারেন । আসিফ মহিউদ্দীন বলেছেন: আপনের সাথে আহাম্মকি তর্কে যাইতে চাই না।

বাঙ্গালী হিসেবে যখন শত্রু আমার দেশরে আক্রমন করবে, আমি বইসা যুদ্ধবিরোধী শান্তির বানী কপচাইতে পারুম না। নাস্তিক হিসেবে আমারে অবশ্যই মানবতার পক্ষে কথা বলতে হবে, কিন্তু যখন শত্রু আক্রমন করবে আমার নিজের মানুষদের, আমি তো নাস্তিকতা আর মানবতার মহান বানী কপচামু না, যেইটা করা দরকার সেইটাই করমু। এইখানে বাঙ্গালী হিসেবে আমার দায়িত্ববোধই বড় হয়ে উঠবে। কোন ভাবেই বুঝলাম না ২৮ অক্টবর ২০০৬ সালে পৃথিবীর কোন দেশে কোন শত্রু আক্রমন হলো যে আসিফ সাহেবের সকল আদর্শ আর মনবতার বুলি উনার ভুলে যেতে হলো ? কোন ভাবেই বুঝলাম না একটা নির্বাচন কে কেন্দ্র করে দলীয় সমাবেশের বর্বরতম হত্যাকান্ড কে কেন "মুক্তিযুদ্ধের চেতনার" খাতিরে প্রশংসা করতে হবে ? কোন ভাবেই মানতে পারি না "রাজাকার" নিধনের নামে আওয়ামী সন্ত্রাসের সমালোচনা থেকে কেন বিরত থাকতে হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.