আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশে ইলেকট্রনিক্স জব এর ফিল্ড কেমন?



আমি একটা তথ্য জানতে চাই। যদিও তথ্য জানার জন্য অনেক সাইট আছে কিন্তু ব্লগের কমিউনিটি অনেক বড়। তাই একটু প্রফেশনাল হেল্প চাইছি। আমাদের দেশে যারা Electrical & Electronics Engineering বা Electronics & Telecommunication Engineering এ জব করছেন বা পাশ করেছেন বা যারা এই ফিল্ডে পড়ছেন, তারা সম্ভবত একমত হবেন যে, হাই প্রোফাইল জব এর ফিল্ড Power Sector, Telecomm Provider, or Vendor এ। এখানে যদি কোনো Professional থাকেন যিনি Electronics এ কাজ করেন, আমার সাথে যদি একটু share করেন Electronics Engieering এ জব কেমন, তাহলে খুব উপকার হয়। আমি আসলে জানতে চাই নিচের সেক্টরগুলিতে কোনও Mid Level জব পাওয়া যাবে কিনা। Electronics Design (Analogue, Digital, Embedded) Electronics Test PCB Design VHDL or Microcontroller Firmware Development সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.