ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত দিয়ে মঙ্গলবার সকালে পাচারের সময় দুই নারী ও তাদের দুই শিশু সন্তানকে উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিডিআর।
একই সাথে ফুঁসলিয়ে তাদের পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। নারী ও শিশুদের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিডিআর দাবি করেছে।
মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের টহল কমান্ডার নায়েক মুজিবর রহমান বাংলানিউজকে জানান, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার হকপাড়া রেল কলোনী পাড়ার শাকের আলীর স্ত্রী অজেলা বেগম (২৫) ও তার ছেলে স্বাধীন (৩) এবং একই এলাকার আসাদুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন (২৩) ও তার ছেলে মনির খান (১)-কে ভালো চাকরির প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।
দুই দেশের সীমান্তবর্তী ইছামতি নদী পার হওয়ার সময় বিডিআর তাদের উদ্ধার করে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আবু বক্কারের ছেলে আনোয়ার ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের ভোলানাথ রায়ের ছেলে টকিন চন্দ্র রায়কে আটক করা হয়।
বিডিআর উদ্ধারকৃতদের এবং আটক অভিযুক্ত দুজনকে মহেশপুর থানায় হস্তান্তর করেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল জানান, ‘অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার অভিযুক্তসহ অন্যদের আদালতে সোপর্দ করা হবে।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।