ঝিনাইদহের মহেশপুরসহ এ অঞ্চলের সীমান্ত জুড়ে বিএসএফ বাংকার খননসহ অতিরিক্ত শক্তি বৃদ্ধি করে রেড এলার্ট জারি করেছে। বিডিআরও সতর্ক অবস্থায় আছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, মহেশপুর থানার কলোনী ক্যাম্পের বিপরীত থেকে পলিয়ানপুর ক্যাম্প পর্যন্ত তারকাঁটা বেড়ার কোল ঘেঁষে বিএসএফ প্রায় 26টা বাংকার খুঁড়ে তাঁবু খাটিয়ে ভারী অস্ত্র মোতায়েন করে বসে আছে। এর ফলে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। যশোর বিডিআরের সিও জানান, তাদের কাছে এ ধরনের কোন তথ্য জানা নেই, তবে সীমান্তে তাদের লোকজন সতর্ক অবস্থায় আছে। চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ন সিও গাজী মাসুদউল আহাম্মদ জানান, তারা সতর্ক অবস্থায় আছে যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
সীমান্তের গোপন সূত্রগুলো জানিয়েছে, ভারতের 61 ব্যাটেলিয়ন আসার পর থেকে তারা সীমান্ত অশান্ত করে তুলেছে। ভারতের মুম্বাই শহরে বোমা হামলার পর থেকে সীমান্তে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সীমান্তের উভয় পাশে রেড এলার্ট জারি আছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 16.07.2006 ঃঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।