ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে জাকির হোসেন (২৫) নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।
আজ ভোরে মহেশপুর সীমান্তের চাপাতলা এলাকার ৬১ নম্বর পিলারের নিকট দিয়ে প্রবেশের সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক জাকির মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, জাকির হোসেন, ফেরতের ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।