আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এক্সপি সেটাপ সিম্যুলেটর

monna091@yahoo.com

১৯৯৯ সালের শেষের দিকে প্রথম কম্পিউটার হাতে পেলাম। হাতে পাওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই উইন্ডোজ ক্র্যাশ করলো(আমার বোকামীর কারণে Smile)। সারা রাত ঘুমাতে পারলাম না। এখন কি হবে? এই মফস্বল শহরে আমাকে কে ঠিক করে দেবে? অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ুয়া একজন উইন্ডোজ ইনস্টল করে দিলেন(৩০০ টাকার বিনিময়ে)। আমার মনে হয়, নতুনদের অনেকেই এই সমস্যায় প্রতিনিয়ত পড়ছেন।

তাদের জন্যই এই লেখা। উইন্ডোজ সেটাপ করা তেমন জটিল কোন কিছু না। একটু চেষ্টা করলে নিজে নিজেই এটা করা সম্ভব। লেখাটা পড়ছেন আর মনে মনে আমাকে বলছেন, সব ঠিক আছে কিন্তু চেষ্টা করতে গিয়ে তো হার্ডডিস্কের ডাটার বারোটা বাজতে পারে। আসলে কথাটা সত্য প্রথম প্রথম সেটাপ চালাতে গিয়ে এটা হতেই পারে।

তাহলে কি সেটাপ শিখবেন না? অবশ্যই শিখবেন। আসল বিমানে/ট্যাংকে/গাড়িতে না বসেই যদি সিম্যুলেটরের সাহায্যে বিমান/ট্যাংক/গাড়ি চালনা শেখা যায় তাহলে সিম্যুলেটরের মাধ্যমে হার্ডডিস্কের কোন ডাটা নস্ট না করে উইন্ডোজ এক্সপি/ভিসতা সেটাপ শিখতে সমস্যা কোথায়? জ্বি, আপনাদেরকে সেই রকম দুটো সিম্যুলেটরের খোঁজ দেব যা ব্যবহার করে উইন্ডোজ এক্সপি/ভিসতা সেটাপ অনায়াসেই শিখে ফেলতে পারবেন। উইন্ডোজ এক্সপি সেটাপ সিম্যুলেটর: এই লিংক অথবা এই লিংক থেকে ১.২৩ মেগাবাইটের এই সিম্যুলেটরটি ডাউনলোড করে নিন। এরপর আপনাকে আর পায় কে? একবার দুইবার একশবার প্র্যাকটিস করুন। এক্সপি সেটাপ আপনার কাছে পান্তাভাত হয়ে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.