সামহোয়ারইনব্লগের সর্বপ্রথম পোষ্ট।
সামু ব্লগে যে পরিমান গালিগালাজ হয় তাহা মানুষ্যনামক প্রানী দিয়েই সম্ভব, মানুষ (শব্দগত অর্থে) দিয়ে সম্ভবনয়। এমন কোন হীন শব্দনাই যাহা এই ব্লগে উচ্চারিত হয় নাই। বিখ্যাত এটিম ইহাকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এই গালিগালির শুরুটা কিভাবে হয়েছিল, জানার খুব ইচ্ছা ছিল।
অনেক ঘাটাঘাটি করে যা জানিলাম, তাতে জ্ঞানের এক মহাসমুদ্র উম্মোচিত হইলো। মানব জাতির আদি পাপ শুরু হয়েছিল প্রথম মানব আদম থেকে। আদম হাওয়ার পাপে আমরা আজ এই ধরাধামে। তার পুত্র হাবিল কাবিলের কলহ যে বীজ বুনে দিয়েছিল সে কলহ থেকে মানবজাতির মুক্তি মেলে নাই। বাংলা ব্লগিং এ থেকে মুক্তি পায়নাই।
আদম হাওয়ার ১ম পাপের মত ১ম পোষ্টই সেই পাপ আমাদের ষ্পর্ষ করিয়াছে। সামু ব্লগের সর্বপ্রথম পোষ্টটিতে
(দেবরা নামক ব্লগার এই গৌরবের অধিকারী) অথিতি নিকের ব্লগার এই গালাগালির সূচনা করিয়াছেন।
সামহোয়ারইনব্লগের সর্বপ্রথম পোষ্ট।
সুতরাঙ এই পাপ হইতে আমাদের মুক্তি নাই!!!
দর্শন: সকল ভালো কাজের শুরু থেকেই আর একটি খারাপ কাজের সূচনা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।