কিছু কিছু ওয়েবসাইট বা ওয়েবপেজ আছে যেগুলো নির্দিষ্ট সময় পরপর রিলোড বা হালনাগাদ হলে ভাল হয়। এর মধ্যে চলতি কোন খেলার স্কোর, শেয়ার বাজারের নির্দিষ্ট ওয়েবপেজ ইত্যাদি। কিন্তু উক্ত সাইটে/পেজে যদি সয়ংক্রিয় রিলোডের ব্যবস্থা না থাকে তাহলে ব্রাউজারের মাধ্যমেও তা করা যায়। ফায়ারফক্স ব্রাউজরে ‘রিলোডএভরি’ নামের একটি এ্যাড-অন্স ব্যবহার করে পছন্দমত সময় অন্তর অন্তর পেজগুলোকে রিলোড করা যায়। এজন্য Click This Link বা ডেভেলপারের ওয়েবসাইট http://reloadevery.mozdev.org থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।
এবার যে ওয়েবপেজটি রিলোড করতে চান সেই ট্যাবে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে Reload Every এ সময় নির্বাচন করে উপরে Enable এ ক্লিক করুন। রিলোড বন্ধ করতে চাইলে Reload Every>Enable এ ক্লিক করে টিক চিহ্ন তুলে দিলেই হবে। এছাড়াও সকল ট্যাবকেই রিলোড করতে চাইলে Reload Every> Enable All Tabs করলেই হবে। আর সকল ট্যাবকে রিলোড থেকে বাদ দিতে চাইলে Reload Every> Disable All Tabs করতে হবে।
এছাড়াও http://www.sitereloader.com সাইটের মাধ্যমে সকল ওয়েব ব্রাউজারে রিলোডের সুবিধা পাওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।