আমাদের কথা খুঁজে নিন

   

''রহমান'' নাম টা অনেক দরকারী......।।

সময় এর আনন্দ শুধু সময় এর প্রাপ্তি। ।

আমাদের দেশ এর উন্নতি কিভাবে হবে। সংসদ এ গিয়ে আমাদের নেত্রী রা একে অন্য কে দোষারপ করেন। আওামীলীগ যখন আসে তখন তাকে দেশ এর বিভিন্ন জিনিস এর নাম পরিবর্তন নিয়ে উত্তেজিত দেখা যায়।

যেমন ধরুন এইবার নির্বাচন এর পর কতকিছু র ই না নাম পাল্টাল। আমি বলি কি । । এই সব কিছুর সমাধান এক ভাবে ই সম্ভব তা হল। সব কিছুর নাম এর শেষে রহমান লাগান।

এতে কার রি কনো রকম ক্ষতি হাবে না। শেখ মুজিবর রহমান এর নাম ও থাকবে আবার জিয়াউর রহমান এর নাম ও থাকবে। আমাদের মাত গরিব দেশ সুধু মাত্র নাম পাল্টানর জন্য প্রতি বছর এত টাকা খরচ না করে এই টাকা গুলো উন্নয়নের কাজে লাগান যেত। কবে যে আমাদের দেশ এর নেত্রী রা বুঝবেন জানি না। ।

নাম পাল্টালে দেশ এর উন্নতি হয় না। । এটা মনে হয় তারা জানেন না। আমি খুব সাধারন একজন মানুষ। কিন্তু আমিও বেপার টা উপলব্ধি করতে পারি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.