আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমণে দরকারী জিনিসপত্র

বাংলাদেশে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলছে ভ্রমণে দরকারী জিনিস পত্রের চাহিদা। আর এ চাহিদা পূরণ করতে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ট্রাভেল স্টোর ‘ভ্রমণসঙ্গী’। ঢাকার এলিফ্যান্ট রোডের কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়ামের বেইজমেন্টে মিলছে ভ্রমণে দরকারী সবরকম জিনিসপত্র।

প্রায় তিন বছর হতে চললো এই বিক্রয়কেন্দ্রের বয়স। স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান নোমান বলেন, “বেশকিছু পণ্য আমারা নিজেরাই তৈরি করি।

এছাড়া চায়না ও আমেরিকা থেকে আমদানিও করি। ”

যারা পাহাড়ে ভ্রমণে যান তাদের সবার আগে চাই ভালো মানের একটি ব্যাকপ্যাক। ভ্রমণসঙ্গীতে মিলবে দেশি, বিদেশি নানান ধরনের ব্যাগ। যেমন: নর্থফেস, জ্যান্সপোর্ট, অনপোলার, নিকো, ম্যামোত, ব্ল্যাক ডায়মন্ড ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ব্যাকপ্যাক।

এছাড়াও রয়েছে ভ্রমণসঙ্গীর নিজস্ব ব্র্যান্ডের ব্যাকপ্যাক— অতীশদীপঙ্কর (এডি) ও ডাফল ব্যাগ ‘পদ্মা’।

যারা ক্যাম্পিং পছন্দ করেন তাদের তাবুর প্রয়োজন। এখানে মিলবে একজন থেকে তিনজনের পোর্টেবল তাবু। ক্যাম্পিংয়ে গিয়ে গোসল কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য দরকারী পোর্টেবল শাওয়ার টেন্টও আছে।

ভ্রমণসঙ্গীর নিজস্ব ব্র্যান্ডের স্লিপিং ব্যাগ সাঙ্গু। পাহাড়ে ভ্রমণে আরেক দরকারী জিনিস হেডল্যাম্প।

ব্ল্যাক ডায়মন্ড, পেটজেল, প্রিন্সটনটেক ছাড়াও চাইনিজ বিভিন্ন ব্র্যান্ডের হেডল্যাম্প রয়েছে ভ্রমণসঙ্গীতে।  

আছে নানান রকম আর আকারের টর্চ।

ক্যাম্পিং করতে দরকার বহনযোগ্য হালাকা চুলা ও রান্নার সরঞ্জাম। মাল্টি ফুয়েল ক্যাম্পিং চুলা ছাড়াও নানান রকম কিচেন সরঞ্জামও রয়েছে। এছাড়াও রয়েছে ভ্রমণোপযোগী বিভিন্ন রকম ট্রাউজার, শর্টস, হাফপ্যান্ট, রোদটুপি, জ্যাকেট, হাতমোজা, টি-শার্ট ইত্যাদি।

ভ্রমণসঙ্গীর অন্যান্য পণ্য তালিকায় রয়েছে বর্ষাতি, পঞ্চ, ছাতা, ক্যাম্পিং চেয়ার, হ্যামক, মাল্টি টুলস, আইস-বক্স, ইনফ্লেটেবল পিলো (বাতাস বালিশ), নেক পিলো, ড্রাইব্যাগ, ট্র্যাকিং স্যান্ডেল, জঙ্গলবুট, ওয়াকিং-স্টিক, ভ্রমণ বিষয়ক বই-পত্র, ভ্রমণ গাইড, মানচিত্র ইত্যাদি। এছাড়াও ভ্রমণসঙ্গীর সংগ্রহে নিয়মিত যোগ হচ্ছে নতুন বিভিন্ন ধরনের ভ্রমণসামগ্রী।

দরদাম

ব্যাকপ্যাক ১১শ’ থেকে ২০ হাজার টাকা। হাইড্রেশন প্যাক ১৭শ’ থেকে ২৫ হাজার টাকা। তাবু ২ হাজার থেকে ৬ হাজার ৫শ’ টাকা।

স্লিপিং ব্যাগ ২৪শ’ থেকে ৩৫শ’ টাকা। ড্রাই ব্যাগ ২৫শ’ থেকে ৩৫শ’ টাকা। পঞ্চ ৯শ’ থেকে ১২শ’ টাকা। লাইফ জ্যাকেট ৬শ’ থেকে ১২শ’ টাকা। মাল্টি টুলস ২৫০ থেকে ১০ হাজার ৫শ’ টাকা।

হেড ল্যাম্প ৩ হাজার থেকে ৭ হাজার ৫শ’ টাকা। টর্চ ২শ’ থেকে ৩৫শ’ টাকা। ওয়াটার বোতল ২৫০ থেকে ২ হাজার টাকা। ওয়াটার ফ্লাস্ক ৪৫০ থেকে ২ হাজার টাকা। ক্যাবল লক ২শ’ থেকে ২৫০ টাকা।

কম্বিনেশন লক ২শ’ থেকে ৩৫০ টাকা। হ্যামক ৯শ’ টাকা। ইনফ্লেটেবল পিলো ২৫০ টাকা। নেক পিলো ১২শ’ টাকা। বাইনোকুলার ২ হাজার থেকে ৪ হাজার টাকা।

ক্যারাবিনার ১৫০ থেকে ৫শ’ টাকা।

আরও আছে

ভ্রমনউপযোগী পণ্য পাওয়া যায় এরকম আরও দোকানের মধ্যে আছে রাজধানীর গ্রিনরোডের অ্যাডভেঞ্চার শপ, আজীজ সুপার মার্কেটের পিক সিক্সটিনাইন ডটকম। এছাড়া পল্টন মোড়ের ট্রপিকাল ট্রপিকানা টাওয়ারে অবস্থিত থ্রিসিক্সটি ডিগ্রি অ্যাডভেঞ্চার এন্ড আউটডোর গিয়ারে পাওয়া যায় নানান ধরনের তাবু।

এদের প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা ফেইসবুক পেইজ। যেখান থেকে জানা যাবে তাদের পণ্যের বিস্তারিত বিবরণ ও দরদাম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.