আমাদের কথা খুঁজে নিন

   

ব্যতিক্রমী ভাবনা

লেখিতে এবং পড়িতে ভালবাসি।

ঘুনে ধরা ভাবনা গুলো উড়িয়ে দাও মহাশূণ্যে। আমি-তুমিতে আবদ্ধ নয় ডানা মেলো সাম্যের অরণ্যে। বন্ধু চেয়ে দেখ পাশে কত হাত বাড়িয়ে ডাকে। কত নিস্প্রাণ চোখের কোণে স্বপ্ন মরে দারিদ্র্যের কষাঘাতে।

শংকিত মনের শংকা গুলো ভাসিয়ে দাও সাগর তরঙ্গে। সংকুচিত করো স্বার্থের তোষন নিবেদিত হও জনকল্যাণে। বন্ধু কান পাতো বাতাসে কত চাপা কান্না ডাকে। কত নিস্প্রাণ চোখের কোণে স্বপ্ন মরে দারিদ্র্যের কষাঘাতে। দ্বন্ধ প্রতিবন্ধ ভুলে যাও প্রতিদ্বন্ধী হও যুক্তির বর্ণে।

সত্যের আলোয় আলোকিত হও উম্মুখ হও সাফল্যের জন্যে। বন্ধু চোখ মেলে দেখো কত ক্ষুদার্ত মুখ ডাকে। কত নিস্প্রাণ চোখের কোণে স্বপ্ন মরে দারিদ্র্যের কষাঘাতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.