আমাদের কথা খুঁজে নিন

   

ব্যতিক্রমী দাবি-দাওয়া

* প্রেমিক প্রেমিকার দাবি : যে কোনো পিকনিক স্পট কিংবা পার্কের প্রাণ হচ্ছে প্রেমিক-প্রেমিকার। অথচ এগুলোতে নেই প্রেমের জন্য নিরাপত্তার সাত চাদরে ঢাকা কোনো সুরক্ষিত স্থান। তাই আমরা প্রতিনিয়ত অনিরাপত্তায় ভুগি কখন অন্য প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, আত্দীয়-স্বজনের হাতে ধরা পড়ে যাই। প্রতিটি স্পটে সংরক্ষিত স্থান থাকা দরকার।

 

* পকেটমারদের দাবি: শীতকাল এলেই পকেটমারদের পকেটকাটা চর্চায় ভাটা পড়ে।

শীতের হাত থেকে বাঁচতে অনেকেই পকেটে হাত ঢুকিয়ে রাখেন, এতে করে মানিব্যাগের নাগাল পেতে বেগ পোহাতে হয়। এটা ঠিক না, পকেটমারদের তাই কঠোর দাবি একটাই, যে পকেটে মানিব্যাগ রাখবেন সে পকেটে হাত ঢুকাবেন না। প্রবলেম হয়।

 

* চোরদের দাবি : কথায় আছে, চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা। এ কথা থেকেই স্পষ্ট যে চুরি একটি সুপ্রাচীন বিদ্যা।

কিন্তু দুঃখজনক হলেও সত্য এ বিদ্যার কোনো কদর নেই। উল্টা ধরতে পারলে পিটিয়ে হালুয়া করে দেয়। এতে করে চোরেরা চুরি করতে গিয়ে আলাদা টেনশনে থাকে। টেনশন নিয়ে ভালোমতো চুরি করা যায় নাকি? তবে ভুয়া চোরেরাই বেশি ধরা পড়ে। তাই অদক্ষ কাউকে এ পেশায় নামানো বন্ধ করতে হবে।

 

* গৃহিণীদের দাবি : সব চাকরিজীবী বিশেষ দিনসহ পাচ্ছেন এক কিংবা দুই দিনের সাপ্তাহিক ছুটি। অথচ গৃহিণী সমাজের কোনো ছুটি নেই। এটা ঠিক না। এ বিষয়ে স্বামীদের কিছু একটা করতে হবে। সপ্তাহে কমপক্ষে দুই দিন স্ত্রীকে রান্না করে খাওয়ানো ছাড়াও ঘর মোছা, কাপড় ধোয়ার কাজও সামলাতে হবে।

গৃহিণীর মিষ্টি আবদারগুলো বলা মাত্রই পূরণ করতে হবে ।

-শেরপুর সরকারি কলেজ বিবিএস, ব্যবস্থাপনা বিভাগ (সম্মান) শেষ বর্ষ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.