ভালো ..তবে কালো
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা দাবী করেছেন, বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করছেন তারা। গবেষকদের দাবী এই অ্যাটমিক ঘড়িতে ৩০ কোটি বছরে এক সেকেন্ডের জন্য সময়ের হেরফের হতে পারে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ইউনিভার্সিটি অফ কলোরাডোর গবেষকরা এই ঘড়ি তৈরি করেছেন। গবেষকদের দাবী, বর্তমানে যে পদ্ধতিতে আন্তর্জাতিক টাইম জোন এবং স্যাটেলাইটের সাহায্যে সঠিক সময় নির্ণয় করা হয় তার চেয়েও নিখুঁতভাবে এই ঘড়িটি সময় দেখাতে পারবে।
গবেষকরা জানিয়েছেন, এই ঘড়িতে সময় নির্ণয় করতে অণুর কম্পন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ঘড়িতে অণুর পেন্ডুলাম ইফেক্ট লেজার বিমের সাহায্যে ধরা হয় এবং তা মাইনাস ২৭০ ডিগ্রি তাপমাত্রায় শীতল করা হয়। এই তাপমাত্রায় সব ধরণের বিকিরণ বন্ধ হয়ে যায়।
ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন-এর নিউক্লিয়ার ফিজিসিস্ট প্রফেসর জান থমসেন জানিয়েছেন, অণুতে একটি নিউক্লিয়াস এবং কিছু ইলেকট্রন থাকে যেগুলো নিউক্লিয়াসের চারিদিকে নির্দ্রিষ্ট অরবিটে স্পিন করে। লেজার লাইট ব্যবহার করে এই ইলেকট্রনগুলো সুইং ব্যাক করা যায় এবং এই অরবিটগুলোর মধ্যে নির্দিষ্ট পথে চালানো যায়।
আর এই ইলেকট্রনই তখন অ্যাটমিক ক্লকের পেন্ডুলাম ইফেক্ট তৈরি করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।