মানুষ নিদ্রিত এবং মৃত্যুর পরপরই সে জেগে উঠবে।
ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে ইংরেজি-বর্ণমালা-দিয়ে-বাংলা- -উচ্চারণে-বাংলা-চর্চা বন্ধ হচ্ছে না কেন? যুগান্তকারী software অভ্র আত্মপ্রকাশের পর বাংলা হরফে বাংলা লিখতে আর কোন সমস্যা হওয়ার কথা নয়। তাই নয় কী? সাবলীলভাবে বাংলা লিখতে মুখস্থ ফিঙ্গারিং শেখার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এখন ইংরেজী বর্ণমালা দিয়ে ফোনেটিক উচ্চারণে সহজেই বাংলা লেখা যায়। আর যারা রোমান হরফে বাংলা লিখছে, তাতেও প্রচুর ভুল।
অর্থাৎ বাংলা উচ্চারণ ভুল। মারাত্মক ভুল। অনেকক্ষেত্রে কাছাকাছি উচ্চারণও হয় না। এ-ব্যাপারে সচেতন হওয়া উচিৎ । তাই যারা ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে ইংরেজি-বর্ণমালা-দিয়ে-বাংলা-উচ্চারনে-বাংলা-চর্চা করছেন তাদের আহ্বান করছি - আপনারা ফোনেটিক উচ্চারণে বাংলা চর্চা করুন।
এর আগে এ-বিষয় নিয়ে কেউ লিখে থাকলেও বিষয়টি পুরনো হবে না। কারণ সমস্যাটি এখনও রয়ে গেছে। তাই এ-ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।