ছোট ভাইটিকে আর কোথাও দেখিনা
নরম নোলক পড়া ছোট বোনটিকে
কেবল পতাকা দেখি,কেবল স্বাধীনতা দেখি
তবে কি আমার ভাই ঐ স্বাধীন পতাকা
তবে কি আমার বোন ঐ তিমিরের বেদিতে উৎসব.....
যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে ভাবেন তারা আমার ধারনার সাথে একমত হতেও পারেন নাও পারেন ক্ষতি নেই ,তবে উপরের কবিতাটি যে বেদনাময় আবহকে তুলে ধরে,যে গভীর আত্নত্যাগ থেকে এই দেশের স্বাধীনতা এসেছে ,মেহেরজান চলচ্চিত্র তার বহিপ্রকাশ আদৌ আছে কিনা ,আমার জানা নেই। ইচ্ছে হলো পয়সা খরচ করে ষ্টার এনে তরুন চলচ্চিত্র নির্মাতা বনে গেলাম!!!
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে কোন বানানো গল্পের প্রয়োজন নেই,যে দু;খ গ্লানির সত্য ঘটনা রয়ে গেছে তা বাদ দিয়ে যখন প্লট তৈরী করেন ,হাসি পায়। তা আবার দ্য পিয়ানিষ্ট ছবির ছায়াগল্পের সাথে মিলে যায়। নেগেটিভ ইমপ্রাক্ট থেকে পজিটিভিটি খোজার অপপ্রয়াস. . .তা আবার মুক্তিযুদ্ধ নিয়ে।
নয় মাসের মুক্তিযুদ্ধে যে আত্নত্যাগ বাঙালী দেখিয়েছে,বীরঙ্গনাদের আত্নত্যাগ দেখানোর জন্য মেহেরজান এর প্রয়োজন নেই।
নীলিমা ইব্রাহীম এর আমি বীরঙ্গনা বলছি,পড়ে অন্তরে ধারন করেছিলেন কিনা পরিচালক সন্দেহ আছে।
কালো মাফলার এর মতো ছোট গল্প কত যে মর্মস্পর্শী তা না পড়লে বোঝানো যায় না।
সব বাদ দিয়ে যা তৈরী করলেন সেটা রোমান পোলনস্কি এর দ্য পিয়ানিষ্ট এর ভাবধারার ফটোকপি...দর্শককে বলদ ভাবছেন।
সিনেমা দেখে ,পয়সা খরচ করে রাতারাতি রোমান পোলনস্কি হওয়া যায় না। উপরন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করা হয়।
যার গেছে সে জানে মুক্তিযুদ্ধ সেলুলয়েডের সস্তা কাহিনী নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।