আমাদের কথা খুঁজে নিন

   

ভূতের গল্প



আশা করি, সেই আশ্চর্য ভূতের গল্পটি আপনারা সকলেই জানেন। গল্পটির মহিমা হচ্ছে তার বাক সংক্ষিপ্তিতে। এমন অল্প কথায় এহেন রসত্তীর্ণ (বাংলা সমালোচনার ভাষায়) ভৌতিক কাহিনী আর দ্বিতীয় রচিত হয় নি। ভাল গল্প দুবার শুনলেও ক্লান্তি আসে না। সুতরাং পুনরাবৃত্তি অমার্জনীয় হবে না ভরসা করছি।

"অন্ধকার রাত্রি। কোন দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন, তারই একটি কামরায় মুখোমুখি দু'জন যাত্রী। একজন নিবিষ্ট চিত্তে একটি পত্রিকা পড়ছেন, অপর জন নীরবে বসে আছেম। যিনি পত্রিকা পাঠ করছিলেন, তিনি বিরক্ত হয়ে চোখ তুললেন। সহযাত্রীকে উদ্দেশ্য করে তিনি বললেন, এতে একটা হানাবাড়ির বিবরণ আছে।

স্রেফ গাঁজা। ভূত টুত আমি বিশ্বাস করি না। দ্বিতীয় যাত্রী বললেন, ওঃ, করেন না নাকি? আর বলেই তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। " প্রথম যাত্রীটির কী হল গল্পে তা বলা নেই। বলবার প্রয়োজনও নেই আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।