একটা কুকুর চারটা ছানা
তিনটা সাদা একটা কানা।
শাক-সব্জির সালুন ছাড়া
মাছ-মাংস খায় না তারা।
দুইটা ছানার গায়ে ছোপ,
বড়শি' গাঁথে কেঁচোর টোপ।
ধবল ছানার কাজ কারবার,
যে করে হোক সবজি জোগাড়।
দেখে তাদের কান্ডখানা,
কানা বানায় সরাই খানা।
মা-কুকুরের মজা ভারি
পড়বে আজ রঙিন শাড়ি।
মাছ আসবে মুলা কাটবে
জমাট গানের আসর হবে।
তাক -ধিনা-ধিন তাক-ধিনারি
সবজি খাব হাড়ি হাড়ি।
ধিন-তাক-তাক ধা-ধিনারি
সর্ব-রোগে সবজি বড়ি। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।