যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
একদিন পাহাড় বেয়ে উঠতে উঠতে
আমি পিছলে গেলাম
আর প’ড়ে যেতে থাকলাম
গড়িয়ে গড়িয়ে হলুদ প্রস্রাবের মত
ক্রমশ ক্ষীণ হয়ে হয়ে যেতে থাকল
আমার অস্তিত্ব
শহুরে কাক তখন
সাবান ভেবে মুখে নিয়ে যাচ্ছিল
নেতানো কনডম
যদিও মুখ দিতেই
সম্বিত এল
রাবারের আস্তিত্বিক প্রতিবাদ
শহুরে কাক
শহর ছেড়ে পল্লীতে ঢুকে পড়ল
সেই পল্লীতে
যার কিনার ঘেঁষা পাহাড় থেকে
আমি ক্রমশ ক্ষীণ হয়ে গড়িয়ে পড়ছিলাম
বিস্মৃত আমি
কোন না কোনভাবে
জেনেছিলাম
পাহাড়ে ওঠার কৌশল
সাম্প্রতিক লোকশ্রুতিতে
এই কৌশলের চালু কদর আছে এখনো
শহুরে কাক
সাবানের ক্ষুধায়
পাহাড়ে উঠতে শুরু করল
সেই পাহাড়ে
যার কিনারা বেয়ে আমি ক্রমশ ক্ষীণ হয়ে
গড়িয়ে পড়ছিলাম
কাকের সাথে দেখা হবার আগেই
আমি হয়ত ক্ষীণতর ক্ষুদ্র হয়ে যাব
কাকে ডানার শব্দ
প্রতিধ্বনিত হবার আগেই
আমি হয়ত নিশ্চিহ্ন হয়ে যাব
তবুও হাজারো কাকমানুষকে আমি
এখন অন্তত জানাতে পারি
পল্লীর কিনার ঘেঁষা পাহাড়ে
আমি অনেকদূর উঠেছিলাম.......
অনেক দূর....
অনেকটুকু দূর....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।