খবরটি পড়ে মোটেই অবাক হয়নি। কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হবার পরও কোরআনের নির্দেশের বিরুদ্ধে বাংলাদেশের হাইকোর্ট সম্প্রতি জোর করে বোরকা পরানো যাবে না বলে রায় দিয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্ধ ও মানসিকভাবে আহত হলেও সরকার নির্বিকার। যে দেশের ডেপুটি স্পিকারের মত লোক বলেন যে, বোরকা পরে কুৎসিত মহিলারা তাদের চেহারা লুকিয়ে রাখেন, সে দেশের সরকার এ ব্যাপারে কোন কথা যে বলবে না, তা-ই স্বাভাবিক।
বাংলাদেশে যদি বোরকা নিয়ে আদালত এমন রায় দিতে পারে কিংবা সরকারের দায়িত্ব ব্যক্তি এমন কুৎসিত মন্তব্য করতে পারে তাহলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী শিবসেনা এমন দাবি তুলতেই পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।