আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ভাবনা-১: বড় বড় মানুষের ছোট ছোট অজ্ঞতা।

সামনে মহা লড়াই পেছনে মৃত্যু!

বড় বড় মানুষের ছোট ছোট অজ্ঞতা। -১ বিবিসির সাংবাদিকদের দেখি সমাজ, রাষ্ট্র, রাজনীতি নিয়ে গবেষণামূলক, বিশ্লেষণ মূলক প্রতিবেদন প্রচার করতে। অথচ সেই বিবিসির একজন সাবেক সাংবাদিক এবং বর্তমানে জনপ্রিয় অভিনেতার একটা মন্তব্য আমাকে ভাবিয়ে তুলল। সেই ভাবনা থেকেই এলোমেলো ভাবনা বিষয়ক এই পোষ্টটির অবতারণা। গত ঈদে সেলিব্রেটিদের নিয়ে একটা আড্ডার অনুষ্ঠান প্রচারিত হয়েছিল এটিএন বাংলায়।

দশ বারোজন অতিথি ছিলেন সেই অনুষ্ঠানে। তাদের কারো নাম এখন আমি মনে করতে পারছি না। সেই আড্ডা অনুষ্ঠানের এক পর্যায়ে সেই সাবেক সাংবাদিক প্লাস জনপ্রিয় অভিনেতা বললেন “ ..............আমার খুব ফানি লাগে যখন দেখি যে ঈদের দিনে মানুষ চিড়িয়াখানায় যায়। তারা ঈদের দিনে সেখানে কী করতে যায়? তারা কী সেখানে বান্দরদের সাথে...........” উনার কথা শেষ হবার আগেই অনুষ্ঠানের সঞ্চালক এবং আরো কয়েক জন অতিথি দ্বিমত প্রকাশ করে বললেন যে “ আপনি আপনার অবস্থান থেকে দেখছেন। কিন্তু যাদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই, হয়তো জীবনে কখনো চিড়িয়া খানা দেখার সুযোগই হয়নি তাদের কাছে এটাও আনন্দের একটা উপলক্ষ” জনাব অভিনেতা, ঈদের দিন চিড়িয়া খানায় গেলে আপনার কাছে যদি ফানি লাগে; আপনার গায়ের রং কালো বলে নাটকে যখন আপনাকে কাইল্যা বলে ডাকে(চিরকুমার সংঘ) বা আপনি যখন উদ্ভট পোশাক পড়ে নাচানাচি করেন তখন সেটাও অনেকের কাছে ফানি লাগতে পারে! বড় বড় মানুষের ছোট ছোট অজ্ঞতা-২ ছাত্রজীবনের প্রথমদিকে কবিতা লেখার শখ হয়েছিল।

অবশ্য এই শখ হয়না কার সেটাই গবেষণার বিষয়। বলা হয়ে থাকে 'লিখতে জানে অথচ কবিতা লেখেনি' এমন বাঙালি নাকি খুঁজে পাওয়া যাবেনা। যাই হোক কবিতা জিনিসটা ভালোমত বোঝার জন্য বাজার থেকে কিনে আনলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর “কবিতার ক্লাস” নামক বইখানা। বইটা পড়ে কবিতার ছন্দ, কবিতা লেখার কৌশল, কবিতার শিল্পমূল্য সম্পর্কে বেশ ভাল ধারণা হল। আর সেই ধারণাই হল কাল।

আমার কবিতা লেখা গেল বন্ধ হয়ে। কারণ কবিতা জিনিসটা বোঝার পর আমি কী লিখছি সেটা বুঝতে পারতাম!!!! ”স্বপ্নডানায়” ছবিটা দেখার পর মনে হল ছবির পরিচালক সিনেমা ব্যাপারটা বোঝেন তো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।