নীল আকাশের চাঁদটা দেখে-
তোমরা বৃথাই মুগ্ধ হলে ;
ঐ রাঙা চাঁদ ভাষা পেলে
ভাঙাতো এই ভুল-
বলতো হেসে আমার চেয়ে-
শীতল ছিল, উজল ছিল-
আল কুরানের জোসনামাখা
মুহাম্মদ রাসুল ।।
ফুলের শোভায় হৃদয় ভরে--
কেউবা ছড়ায় রঙের মায়া,
হাওয়ায় কারো সুবাস ঝরে...
-তোমরা যাকে গোলাপ বলো,
তারও সাথে হয়না যে তার
একটুখানি তুল-
ঐ মধুফুল ভাষা পেলে
ভাঙাতো এই ভুল-
বলতো সেও আমার চেয়ে-
রঙিন ছিল, কোমল ছিল-
তাওহীদেরই সুবাসমাখা
মুহাম্মদ রাসুল ।।
এই পৃথিবী উঠতো কেঁপে--
পাথর-মাটির পেরেক তাকে
নাইবা যদি রাখতো চেপে...
-তোমরা যাকে পাহাড় বলো,
তারও চেয়ে শ্রেষ্ঠ যে তার
পায়ের একটু ধুল-
ঐ পাহাড়টা ভাষা পেলে
ভাঙাতো এই ভুল-
বলতো সেও আমার চেয়ে-
উদার ছিল, বিশাল ছিল-
মানবতার মহান নায়ক
মুহাম্মদ রাসুল ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।