আমাদের কথা খুঁজে নিন

   

হাতে নাতে চোর ধরে থানায় গিয়ে পুলিশের লস!

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। ঘটনাটা আজ দুপুর আনুমানিক ৩.০০ টায় হবে। ঘরে তালা দিয়ে গেলাম চা দোকানে, চা খেয়ে যথারীতি বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় ফিরে দেখি আমার রুমের তালার কড়া ভেঙ্গে অফিসের ল্যাপটপ, ক্যামেরা চুরি গেছে। মেজাজ পুরাই হট, এর কিছুক্ষন পরে পাশের বাড়িতে চুর করতে গিয়ে ধরা পড়ল একজন, দ্রুত সেখানে গিয়ে চোরকে নিজ জিম্মায় নিয়ে অনেক বুঝালাম, কোন কাজ হলো ‍না। এলাকার ছোট ভাইয়েরা বলল ভাই আমাদের কাছে ২ ঘন্টার জন্য ছেড়ে দেন।

তারা বেশ কিছু আদর যত্ন করার পরে স্বীকার করল আমার বাসার জিনিস সাথে থাকা চোরদের নিকট দিয়ে পাশের বাড়ির অপারেশনে গেছে। কয়েক জনের নাম বলল যাদের অবস্থান পাশের হাজারীবাগ বৌ বাজার এলাকায়। ছোট ভাইয়েরা এক গ্রুপ হানা দিল বৌ ‍বাজার, ঘটনাক্রমে পেয়ে গেল চোরদের এক লিডারের বাইক, অতি উৎসাহী এক ছোট ভাই বাইক নিয়ে আসল। এসব করতে করতে রাত প্রায় ৯.৩০ টা। এর ভিতরে চোরের লিডার ঐ এলাকার এক জাতীয় পার্টির রাজনৈতিক নেতাসহ প্রায় ৮০/৯০ জন নিয়ে জিগাতলা হাজির।

এক কথা দুই কথায় বাধলো ক্যাচাল, চোরের পক্ষের একজনের মাথায় পড়ল বাড়ি এর মাঝে আসল যথা-রীতি বাংলা সিনেমার শেষ সিন, পুলিশ এসে ঝামেলা কমানোর জন্য আমাকে বলল ভাই চলেন আপনি একটা অভিযোগ দেন আমরা আপনার জিনিস বের করার ব্যবস্থা নিচ্ছি। ‍এলাকায় ছোট ভাইদের ঠান্ডা করে গেলাম থানায়, এরই মাঝে কথায় কথায় পুলিশ অফিসার জানতে চাইল কি করি? ‍বলার পর বলল বস আপনার জিনিস আমরা যে করে হোক বের করব। থানায় ঘন্টাদেড়েক ছিলাম এর মাঝে চারটা জি.ডি হলো আমাদের এই থানায় জি.ডি প্রতি ৩০০ টাকা লাগে, আমার সামনে তারা কোন টাকা নেয় নাই। এক অফিসার বলল বস চলেন বের হই এর ভিতরে আমার অভিযোগ লেখা শেষ সই করে বের হবার পর অফিসার এক প্যাকেট বেনসন ধরিয়ে দিয়ে বলল বস ওসি স্যার এর পক্ষ থেকে এটা আপনার জন্য। আপনাকে বলেছ আপনার জিনিস উদ্ধার হবে, আর আপনিতো এলাকার এই থানা নিয়ে কিছু লিখবেন না দয়া করে।

আপনার সামনেইতো দেখলেন আমরা কতটা ফেয়ার জি.ডি করতে কোন টাকা নেই না। আমি বললাম আমার জন্য আপনাদের ১২০০ টাকা লস হলো, অফিসার মুসকি হেসে বলল চলেন আপনার বাসায় নামিয়ে দেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.