আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক খুলে পরুন, শুধু চোখ খুলে নয়



বাংলাদেশে এরকম অনেক মা বাবা, শিক্ষক বা অভিভাবক আছেন যারা মনে করেন জ আপনার সন্তানটিকে ঠিক রাখার অব্যার্থ ঔষধ হোল শারীরিক প্রহার। আর প্রহারের পেছনে আপনার কারন হোল তার 'ভবিষ্যত' নিশ্চিত (!?) করা। কি করছেন? লোহা পিটিয়ে পাত বানাচ্ছেন? কিন্তু ওটা যে লোহা নয় মশাই! ওটা মানুষ! আপনি কি জানেন আপনার এই কাজের মাধ্যমে আপনি তার বর্তমান হুমকির মুখে ঠেলে দিচ্ছেন? মানুষ গাধার মত মার খেয়ে বড় হবার জন্য মানুষ হয়ে জন্মে নি। আপনারা যারা আপনাদের সন্তানের বা শিক্ষার্থীর উপর বল প্রয়োগ পুর্বক কাজ আদায় করেন, তাদের বলছি ... আপনাদের সন্তানরা বা শিক্ষার্থীর কি শিখছে জানেন? শিখছে কোন কিছু সহজে আদায় করতে হলে বল প্রয়োগ করতে হয় এবং কিভাবে মিথ্যা বলে নিজেদের বাচাতে হয়। আর শেই মিথ্যা যখন আপনার সামনে পরে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যান যে আপনার সাথে মিথ্যা বলছে ... বলি আপনি অবাক হচ্চেন কান? হব ত আমরা! কারন তার মিথ্যার জন্য ত আপনি ই পরোক্ষভাবে দায়ি! আবার বলছি সচেতন হউন, আপনার ই সন্তান, ভেবে দেখুন, আপনি কি তার কাছ থেকে তার বর্তমান ভবিষ্যত দুটোই কেড়ে নিচ্ছেন নাহ? তাদের সাথে বন্ধুত্ব পুরন সম্পর্ক গড়ে তুলুন, বিশ্বাস করুন আর নাই করুন, আপনি এভাবে আপনার সন্তান কে অনেক বেশি সাহায্য করতে পারবেন। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, আপনারা মানুষ গড়ার কারিগর, জাহাজ গড়ার নন। জাহাজ গড়ার সময় হাতুড়ি ব্যবহার মানায়, মানুষ গড়ার সময় নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।