সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
টাঙ্গাইলের নাগরপুরে একটি বাড়িতে অলৌকিক ‘অগ্নিকাণ্ডের’ খবর পাওয়া গেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত ৫ দিন ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে।
এদিকে প্রতিদিন হাজার হাজার উত্সুক নারী-পুরুষ এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে। এ ঘটনা উপজেলার নিভৃত পল্লী জয়ভোগ গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকালে জয়ভোগ গ্রামের আক্কেল আলীর (৫৫) থাকার ঘরে লেপে হঠাত্ আগুন জ্বলে উঠে। বাড়ির লোকজন আগুন নেভানোর পরক্ষণেই ওই ঘরে থাকা টেলিভিশনে আগুন জ্বলে ওঠে। টেলিভিশনের আগুন নেভাতে সক্ষম হলেও মাত্র ২০ মিনিট পর বাংলোঘরের বেড়ায় ফের আগুন জ্বলে ওঠে।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ঘণ্টাখানেক পর বাড়ির রান্নাঘরে ফের আগুন ধরে। এভাবে একদিনে বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ বার এ ধরনের ঘটনা ঘটে। পরদিন সকালে ঘরের মশারি আগুনে পুড়ে গেলেও মশারির নিচে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশুপুত্র সম্রাট অলৌকিকভাবে বেঁচে যায়। এভাবে রোববার বিকাল থেকে গতকাল বিকাল পর্যন্ত ওই বাড়ির রান্নাঘর, থাকার ঘর, আলনা ও বাংলোঘরে কমপক্ষে ২০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আগুন নেভানো সহযোগী আকমত আলী (৫৮), অমর সরকার (৭৫) জানান, অবিশ্বাস্য হলেও সত্য, বাড়ির মালিক আক্কেল আলীর নাতনী সোনিয়া আক্তারের (২০) পরনের শাড়ির আঁচলে আচমকা আগুন জ্বলে ওঠে।
এ ঘটনায় বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করছেন। কেউ বলছেন মাটির নিচে গ্যাস থাকার ফলে এই ঘটনা ঘটেছে আবার কেউ বলছেন এটা একটা দৈব প্রাকৃতিক কাণ্ড।
উল্লেখ্য, বাড়ির আলনার কাপড় পুড়ে ছাই হলেও আলনা অক্ষত রয়েছে। আগুন থামাতে বিভিন্ন কবিরাজ এসে বাড়ি বন্দনা করছেন বলে বাড়ির মালিক আক্কেল আলী জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার উত্সুক নারী-পুরুষ ঘটনা দেখতে ওই বাড়িতে ভিড় করছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।