টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর বাজারে গতকাল ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ রনি ইলেকট্রনিক্স, রব্বানী ভুষিঘর, আলুর গুদাম, বিপ্লব জুয়েলার্স, সুকুমার ঠাকুর দোকান, রামপ্রসাদ সাহার দোকান, জসিম উদ্দিন ও লোকমান ইলেকট্রনিক্স।
জানা যায়, উপজেলার সহবতপুর বাজারে দুপুর ১টার দিকে নছিম উদ্দিন খান প্লাজার রনি ইলেকট্রনিক্সে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত আশে পাশের দোকনগুলোতে ছড়িয়ে পরে। এসময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বিদ্যুৎ অফিসের ফোন বন্ধ থাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। এত করে আগুন নিভানোর কাজ বিলম্বিত হওয়ায় দোকান গুলো পুরোপুরি ভুস্মিভুত হয়ে যায়। নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ (দুলাল) ও নির্বাহী কর্মকর্তা তন্ময় দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।