আমাদের কথা খুঁজে নিন

   

নাগরীকের প্রতি রাষ্ট্রের কর্তব্য কি তা দেখিয়ে দিল চিলি।

http://www.facebook.com/Kobitar.Khata

একজন নাগরীকের প্রতি রাষ্ট্রের কর্তব্য কি তা দেখিয়ে দিল চিলি। খনিতে আটকেপড়া কয়েকজন শ্রমীককে উদ্ধার করার জন্য যা যা করার তার সবাই করেছে তারা। আমাদের দেশের সরকার হলে কি করত বলাই বহুল্য। র‌্যাংস ভবন ভাঙ্গার সময় একটি দুর্ঘনায় কয়েকজন শ্রমীকের মৃত্যু হয়েছিল। একজন নিখোঁজ ছিলেন।

কিন্তু সেই শ্রমীকের কোন খোঁজ ছাড়াই সরকার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেছিল। সেই শ্রমীকের পরিবার র‌্যাংস ভবনের সামনে মাসের পর মাস কত চোখের জল পেলেছিল তা শুধু তারাই জানে। অথচ সেই শ্রমীকের লাশ ঠিকই ৬ মাস পর পাওয়া গিয়েছিল। সরকার হয়তো মনে করেছিল সামান্য একটা শ্রমীকর জন্য অযথা সময় ও অর্থ অপচয়ের কোন দরকার নাই। এই হলো আমাদের রাষ্ট্র এবং আমাদের প্রতি কর্তব্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।