আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
মানুষ বাঁচে আশায় ...... আর সেই আশার বানী শুনে পাতালপুরিতে অসীম আধারের মাঝেও জীবনের ৬৯ টা দিন বেঁচে থাকার এবং আবার পৃথিবীর আলো দেখার এক নজীরবিহীন ঘটনার জন্ম দিল চিলির ৩৩ জন খনি শ্রমিক ।
গত আগস্ট মাসে এক খনি ধ্বসে তারা আটকে পড়ে ২০৪৭ ফুট মাটির নিচে .. তারপর যখন উদ্ধারকারীরা জানতে পারে যে এখনও অনেক শ্রমিক বেঁচে আছে ,, তখন তারা সাহায্য নেই বিজ্ঞানের ..। আর এই কাজের জন্য এগিয়ে আসেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানী ,। প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে পেরেই তাদের ভেতর নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন জেগে ওঠে ।
আর এভাবেই নিরলস প্রচেষ্টার পর গতকাল তাদের সবায় কে বের করে আনা হলো ফিনিক্স নামক একটি বিশেষ ধরনের ক্যাপসুলের মাধ্যমে.।
তাদের এই নতুন জীবনের জন্য শুভকামনা
সুত্র : বি.বি.সি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।