অয়োময়
খুনের দেশের গপ্প লাগে আরো বিষময় -
কবিতার বুকে মুখ চেপে আজ হবো অয়োময়!
শীতল শোক
যে শীতল শোক জমেছে বুকে, মা গো-
গলা ছেড়ে কেঁদে সে পাথর ভাঙ্গো।
যে দিল আঘাত বুকে- তার রক্ত-পিয়াস
যে নিল নয়নমনি- তার হীন তিয়াস
মিটাও অশ্রুজলে- ঢলে বাঁধ ভাঙ্গো।
দু’হাত বুকে চেপে কর ক্ষুব্ধ বিলাপ
যা আসে মুখে বলো, ক্রদ্ধ প্রলাপ
মুছে ফেল দেহ হতে এই অভিশাপ।
বুকের চাপা ভার করে ফেল চৌচির
ওগো মা, ওগো মাতা, ওগো বীর-
আজি অনাহূত বেড়ি ছিঁড়ে জাগো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।