আমাদের কথা খুঁজে নিন

   

অয়োময়……নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল দ্বিধার প্রাচীর ডিঙ্গিয়ে যেই সামনে দাঁড়ালো মেঘ বড়োই জ্বালায় , কেবলই পোড়ায় হতচ্ছাড়া আবেগ । অষ্টপ্রহর যায় কেটে যায় বে-রঙীন কল্পনায় বৃষ্টি ঝরে মাটির ‘পরে অকরুণ তৃষ্ণায় । ছন্দ মিলিয়ে মন্দ লুকিয়ে অসীম আকাশ দেখে রূপোলী তারা হয়ে দিশেহারা কারুকার্য আঁকে । গভীর রাতে যখনি ফোঁটে শুভ্র হাস্নুহেনা গন্ধ ছড়িয়ে , অঙ্গ এলিয়ে তবুও সঙ্গীহীনা । বইছে হাওয়া , দিচ্ছে মায়া একরাশ ক্লান্তি কে-ইবা দেয় , শুধু কেড়েই নেয় সকল শ্রান্তি । চুপটি করে , দিচ্ছে ভরে হাজার যন্ত্রণা হায়রে সময় , এ যে অয়োময় মেঘলা মন্ত্রণা । এন্টিগোনিশ , কানাডা ৩১ ডিসেম্বর , ২০১১ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।