আমাদের কথা খুঁজে নিন

   

ভর্তি যুদ্ধ-মেডিকেল

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।

গত বৃহস্পতিবার শেষ হয়েছে মেডিকেল ভর্তি ফরম জমা দেয়ার সময় । এই বছরই প্রথম অভিন্ন প্রশ্ন পত্রে একই সাথে এবং একই সময়ে সরকারী ও বে-সরকারী কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । এবার ভর্তি ফরমেই অপশন ছিল কে কোনটাতে তথা সরকারী না বে-সরকারী কলেজে ভর্তি হবে । আরার দুটোতে পছন্দ করার অপশন ছিল ।

মানে যারা সরকারীকে পছন্দ করবে তারা চান্স পেলে সরকারী কলেজের ক্রমানুসারে তাদের লিষ্ট আসবে । আর যারা বে-সরকারী কে পছন্দ করবে তাদের মেরিট লিস্ট অুসারে তাদের নাম বে সরকারীর লিষ্টে আসবে । হ্যা তবে যারা সরকারী ও বে-সরকারী উভয়কে পছন্দ করবে তাদের যদি সরকারীতে চান্স না হয় তবে তাদের নাম বে-সরকারীরর লিষ্টে আসবে(পাশ করা সাপেক্ষে) উল্লেখ্য মেরিট লিষ্ট সরকারী ও বে-সরকারী মেডিকেল কলেজের র‌্যাকিং অুসারে হবে । তার মানে এবার আর কেউ ইচ্ছেমত বে-সরকারী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না । এবার সরকারী ও বে-সরকারী কলেজে মোট আসন সংথ্যা ৫৭৭৭টি ।

আর ফরম জমা পড়েছে ৪৩৪৩৪ টি । অর্থা প্রতি আসনের বিপরীতে লড়ছে প্রায় ৮ জন প্রতিদ্বন্দ্বি। আগামী ২২ শে অক্টোরব সকাল ১০-১১ টা ১ ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.