আমাদের কথা খুঁজে নিন

   

বনলতা সেনের খোজে...

বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...

চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা.. মুখ তার শ্রাবস্তীর কারুকার্য.... জীবনানন্দের মতো দু'দন্ড সুখ খুজতে বহুবার নাটোরে যাওয়ার প্রস্তুতি নিলেও সময় সুযোগ হয়ে উঠেনি। আসলে সবাই যেখানে সুখ খোজার আপ্রাণ চেষ্ঠা চালায় আমি কেন সুখ খুজব না। তবে ইচ্ছে থাকলেও আর তেমন সুযোগ হয়ে উঠেনি। যতদুর দেখতে পেয়েছি এই দু'চোখে শুধুই অন্ধকার। আসলে আমার পেশাগত দায়িত্ব পালন করে আর তেমন ভাবে বনলতা সেনকে খুজতে পারিনি।

হায় বনলতা সেন কে আমাকে দু'দন্ড সুখ দিবে। দিনের বেলা যেতে পারলে হয়তো খোজ করা যেত বনলতা সেনকে। কিন্তু আমি বনলতা সেনের শহর নাটোরে পৌছি রাত আট টায় আর দায়িত্ব পালন শেষে ....গাড়ী বহরে করে আনুমানিক ৯ টায় রওনা হয়ে যাই যান্ত্রিক নগরী ঢাকার উদ্দেশ্যে। ১ ঘন্টার নাটোর সফরে কি করে আর বনলতা সেনকে খোজে পাই। তার পরই এক চায়ের দোকানে বসে চা খেতে খেতে দোকানদারকে বনলতার সেনের সন্ধান জানে কিনা জিগ্যেস করলে বে_রসিক দোকানদার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি হাসছে।

মনে হলে সে আমাকে স্বাভাবিক ভাবছেনা। সে হয়েতো ভাবছে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি। ঢাকা থেকে নাটোর আইসা পাগলারা বনলতা সেনরে খোজে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।