আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার তাপমাত্রা (ছ্যাকা)

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।

অবশেষে স্কুল পার হইয়্যা কলেজে উঠিলাম বয়,গার্ল্স কম্বাইন্ড কলেজ একই এলাকার এক মেয়ের সাথে একই ব্যাচে পড়ার সুবাধে এবং একই সাথে কিঞ্চিত পথ অতিক্রম করিতাম প্রত্যেক দিন বাসায় ফিরিবার প্রক্কালে ধীরে ধীরে তাহার প্রতি আমার কিছু একটা বাড়িতে লাগিল এবার আমিও ছেড়ে দেবার পাত্র না আমি Convince নামক শব্দটা তাহার উপড় ব্যপকভাবে খাটাইতে লাগিলাম এবং একটা সময়ে আমার মনে হইল আমি বুঝি সার্থক হইয়াছি এবার আমি তাহাকে আমার মনের কথা বলিতে পারি কিন্তু সাহসে কুলায় না ঐদিকে আবার সামনে টেষ্ট পরীক্ষা আগত আমার ভেতরের আরেকজন আমাকে বলিতে লাগিল গাধা এখন বলিতে না পারিলে পেপে তো অন্য পাখি ভক্ষন করিবে তাই আমি একদিন কলেজ হইতে ফিরিবার ক্ষনে তাহাকে আমি আমার মনের কথা তাহাকে খুলিয়া বলিলাম সে তার কোন জবাব দিল না আমার মা বলতেন কেউ কোন প্রশ্নের জবাবে যদি চুপ করিয়া রয় তাহলে বুঝতে হইবে সে রাজি আমি তো ব্যাপক খুশি মে র‌্যাহ তা হ্যায় আমার বুঝি হয়ে গেল ! তারপর একইভাবে চলিতে লাগিল এরপর আমি একদিন আমার নায়িকাকে(মুন্নি) কোন এক রেস্টুরেন্টে কারও সঙ্গে দেখিয়া ফেলি লাম ওই বদমাশ(রকিব) টা আমার নায়িকার মুখে ফুসকা তুলিয়া দিতে ছিল আর আমার নায়ীকাও তা অর্নগলে অমৃতের ন্যায় গিলিতে ছিল যেন দুনিয়াতে এর চেয়ে রুচিকর কোন খাদ্য আর হয় না আমি তো খাড়ার উপর ছ্যাকা খাইলাম হয়ত ছ্যাকা খাওয়ার জন্যই চালাক হইয়া গেলাম এবং কলেজে গিয়া মুন্নিকে বললাম যা দেখয়াছি তাহা কি সত্য সে কিছু না বলে বলল কাল কলেজের পর কলেজের পিছনের মাঠে এসো সব ঞ্জাত করিব আমি যথারীতি পরের দিন উপষ্থিত হইলাম গিয়ে দেখলাম সে হিরোও(নাকি ভিলেন) দাড়াইয়ে রহিয়াছে তখন মুন্নি আমাকে বলিল সে নাকি আমাকে এবং রকিব(শালা)উভয়কে পছন্দ করে কিন্তু তার পক্ষে দু জন কে গ্রহন করা সম্ভব না তাই সে আমাকে বলল আমি এইখানে কয়েক টুকরা কাগজে তোমাদের দুজনের নাম লিখিয়া আনিয়াছি তুমি তুলো যার নাম উঠবে আমি তার সাথেই যাইব এসব লটারি ফটারিতে আমার ভাগ্য কোন কালেই ছিল না তাহার পর চিন্তা করিলাম এভাবে ছাড়িয়া না দিয়া একবার ট্রাই করতে দোষ কি আমি অনেক সাহস জোগাইয়া একখান কাগজের টুকরা উঠাইলাম এবং খুলিয়া দেখিতে পাইলাম ঐ বদ ছেলেটার নাম লিখা আছে তাতে অবশেষে আমার পরাজয় এবং তাহাদের জয়লাভ হইল তারা হাত ধরাধরি করিয়া চলে গেল মুন্নি যাওয়ার সময় তাহার হাতের মধ্যে রাখা কাগজ গুলো আমার চরন যুগলের কাছে ফেলিয়া গিয়েছিল আমার কিছুই করার ছিল না বিধায় আমি কাগজ গুলো খুলে খুলে দেখছিলাম এবং পরে দেখিতে পাইলাম ১৪ খানা কাগজের মধ্যে একখানা কাগজে ও আমার নাম লিখা নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.