'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
;;
;;
আমরা আগেই ধারণা করেছিলাম, নিউজিল্যান্ডের মতো ছোট দলকে হালকা করে নেওয়ার কিছু নেই। তারাও যে কিছু করার ক্ষমতা রাখে সেটা আজকে দেখলাম। ৮ম উইকেট জুটিতে বেশ ভালোই তো খেলেছে ব্ল্যাক ক্যাপরা।
তাছাড়া, আমারা যখন ভেবেছিলাম বাংলাদেশ ১০ উইকেটে জিতবে তখন হুট করে বাংলাদেশের তিনজন ব্যাটস ম্যানকে তারা আউট করতে সমর্থ হয়।
বাংলাদেশের মতো একটি শক্তিশালি দল খেলেছে তাদের নিজেদের মাঠে।
পরিচিত পরিবেশে। সেখানে নিউজিল্যান্ড যা করেছে তা কিন্তু একেবারে কম নয়।
আমার ধারণা তারা উন্নতি করছে। এভাবে পার্ফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তারা খুব শিঘ্রী বাংলাদেশের মতো বড় দলগুলার সাথে পাল্লা দিতে পারবে। তাছাড়া তাদের দলে কয়েকজন ভালো খেলোয়াড়কেও দেখলাম।
আর বাংলাদেশের জন্য বলবো, ক্রিকেট ভদ্র লোকের খেলা। আপনারা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের খেলার টিপস দিবেন। কারণ ছোট দলগুলা আমাদের সাথে খেলতা আসে কিছু শেখার আশায়ই। আপনারা তাদের শেখাবেন। এতে লজ্জার কিছু নেই।
এতে কিন্তু ক্রিকেটেরই সম্মান বাড়বে।
** পোস্ট লিখে দেখি কৌশিক ভাইও এই টাইপের একটা পোস্ট দিয়ে দিয়েছেন এইখানে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।