ঢাকা-চট্রগ্রাম রেলরুটের গাজীপুর জেলার কালিগঞ্জে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলনে- নসিমন চালক রাসেল (৩০) ও যাত্রী রহিম উদ্দিন (৩৫)। নিহত দুজনের বাড়ি স্থানীয় কালিগঞ্জ পৌর এলাকায়।
আজ সকালে ঢাকা-চট্রগ্রাম রেলরুটের কালিগঞ্জের দরিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দরদরিয়া রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী নসিমন গাড়ি বিকল হয়ে পড়লে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন নসিমনটিকে ধাক্কা দেয়।
এসময় চালক ও এক যাত্রীসহ ৪জন গুরুতর আহত হয়।
আহতদের নিকটবর্তী কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। রেলওয়ে পুলিশ মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভুইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।