সাতক্ষীরার কালিগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে আশুরা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।
এ ঘটনায় শাশুড়ি নুরুন্নেছা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
আজ দুপুরে নিহত গৃহবধূর বাবা সুরত আলী মোড়ল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের খানপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আশুরা খাতুন ওই গ্রামের আবু তাহেরের স্ত্রী।
আটক নুরুন্নেছা বেগম জানান, যৌতুকের জন্য নয়, সংসারে অভাবের কারণে তাহের ও আশুরার মধ্যে গণ্ডগোল হয়। তারা আশুরাকে হাত দিয়ে কয়েকটি আঘাত করেছিলেন।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাতুল ইসলাম জানান, ওই গৃহবধূর পা, উরু, যৌনাঙ্গ, গলা ও মুখমণ্ডলে জখম রয়েছে। নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।