নিহত কামাল হোসেন (৩০) কালিগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কালিগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূইঞা জানান, বুধবার বেলা পৌনে ২টার দিকে কালিগঞ্জের চুপাইর এলাকায় মিছিল বের করে বিএনপি-জামায়াত কর্মীরা। ওই সময় আওয়ামী লীগের একটি অবরোধবিরোধী মিছিল ওই এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
“এ সময় অবরোধকারীরা ধারাল অস্ত্র দিয়ে কামালকে এলোপাতাড়ি কোপায়। আহত অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।”
পুলিশ জানায়, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ভুইয়া জনান, নিহত কামালের বাড়ি জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।