চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উপর হড়মা গ্রামে শিশুদের ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিবাদমান দু'দলের সংঘর্ষে ৬ মহিলাসহ উভয়পক্ষের ৫০জন আহত এবং ৩০টি বাড়ি ও ৫টি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২মহিলাসহ ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হড়মা হাটে ক্যারাম বোর্ড খেলা নিয়ে দু'দল শিশুর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৬ টার দিকে উপর হড়মা গ্রামের বদর উদ্দিন মেম্বার, আকবর আলী ও মুক্তার আলীর নেতৃত্বে কয়েক'শ সশস্ত্র লোক একই গ্রামের কাজী আসাদুজ্জামানের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালায়।
এসময় গ্রামবাসী প্রতিরোধে এগিয়ে আসলে সন্ত্রাসীরা লাঠিসোঠা, ইটপাটকেল ও ধারলো অস্ত্র নিয়ে গ্রামবাসীর উপর হামলা চালায় এবং নির্বিচারে ৩০ টি বাড়ীঘর ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরসহ লুটপাট চালায়। সংঘর্ষ চলাকালে ৬ মহিলাসহ ৫০জন আহত হয়।
আহতরা হলেন, দুলাল (১৯), মহবুল হোসেন (১৮), সফিকুল ইসলাম (৩৫), ফাতেমা (৪০), মনোয়ারা বেগম (৪০), আঙ্গুরী (২০), মত্তুর্জা (২০), শহিফা (৩০), শরিফুল ইসলাম (৩০), মিজানুর রহমান (৩০),সহিদুল (৪০), গোলাম রাব্বানী (৪৫), মোস্তাক আহমেদ সুজন (২০), রাকিব (৪০), আলমগীর (৪০), রাকিব(৩৫), মনিরুল (২০), আসাবুল (৫৮), মাজহারুল (২৫), সেলিম (২৫), জাহিদুল (৪০), দুলাল (১৯), জাহাঙ্গীর (২৫), মিজানুর (২৪), সরিফুল (২৫), বাবু (২৫), নুহু (৩২), রাকিব (৪০), রবিউল (৪৫), সেলিম(২৫), মুনেরা (২০) ও রেনু বেগমকে (৫০)। এদের সবাইকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে রেনু বেগম (৫০), মুনেরা (৪০) ও মুহবুলকে (১৮) আশঙ্কাজনক আবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান ও বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা সায়েদুল ইসলাম পলাশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ইটে তারা আহত হয়। এই সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে রাতে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।