আমাদের কথা খুঁজে নিন

   

সাইকেল ক্যারাম আর নতুন স্কুল.. সৈয়দ রাকিব

স্বপ্ন দেখতে ভালবাসি...দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, আমরা আমাদের স্বপ্নের সমান বড়...

দ্বিতীয় হতে পারলেই নতুন সাইকেল, একদম এক কথা বললেন মা। আম্মা তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখনা তাই দেইখো কিন্তু পরে আবার না দিলে...আশংকা খেলা করে ছোট ছেলেটির মনে। মিঠাপুকুর থানার শঠিবাড়ী নামের গ্রাম। বিশ্বরোড প্রজেক্ট এর কাজ চলছে। আর এই অফিসেই বদলি হয়ে এসেছে আব্বু, কাজেই পুরো পরিবার নিয়ে কিশোরগঞ্জ থেকে আমরা এখন রংপুরে।

এই প্রথম স্টিমার এ উঠা...প্রমত্তা যমুনা নদী পার হওয়া, নতুন স্কুল সব মিলিয়ে এমনি আমি অনেক উত্তেজিত। দুই চাকার একটি সাইকেল, আহা! একটু ভাঙ্গা কিংবা পুরোন একটি সাইকেল যার আছে সেই তো এই জগতের সবচেয়ে সুখী মানুষ। লিপম,নুরুল, ওরা এই দল্ভুক্ত। ওরা ওদের সাইকেল নিয়ে স্কুলে আসে। আমাকে মাঝে মাঝে একটু চালাতে দেয় কিন্তু খুব অল্প সময়ের জন্য।

ওরা সারাদিন সাইকেল টা গ্যারেজে রেখে দেয়। স্কুল ছুটি হলে আবার বের করে। আমি হলে কিন্তু রাখতামনা... ইস! আমার যদি একটা সাইকেল থাকত!! এই কথা গুলো ১৯৯৪ সালের। ক্লাশ ফাইভে পড়ি, আমাকে দ্বিতীয় হতেই হবে,ভাল ছাত্র প্রমানের জন্য নয়, সাইকেল কিনে দিবে বলেছে আম্মা। সাইকেলের জন্য আমি যে কোন কিছু করতে পারি... ফাইনাল এর আর মাত্র ২ মাস বাকি, বছরের মাঝামাঝি এসে আমি ভর্তি হলাম, ছাত্র হিসেবে মনে হয় খারাপ ছিলাম না।

পরিক্ষা দিলাম, রেজাল্ট হল... পারলাম না চার নম্বর কম পেয়ে আমি তৃতীয়। আম্মা ক্যারাম বোর্ড কিনে দিলেন। ২০১১ সাল, এপ্রিল মাস। কাজের ফাঁকে আমার স্যালারী একাউন্ট এ উঁকি দিলাম, পারফরম্যান্স বোনাস দিয়ে দিয়েছে অনেক টাকা দেখা যাচ্ছে...শুকুর আলহামদুলিল্লাহ। প্রতি মাসে নিয়ম করে অনেক টাকা আমার স্যালারী চলে আসে, আমি এখন যে কোন সময় বাজারের সেরা আর দামী সাইকেল কেনার ক্ষমতা রাখি, কিন্তু এখন আর আমার সাইকেলের দরকার নেই...সাইকেল থাকলেই সে আর জগতের সবচেয়ে সুখী মানুষ নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.