আমাদের কথা খুঁজে নিন

   

আসছে মহাসেন

এইটা আমার ব্লগ। বাংলাদেশের ওয়েদার আপডেট গুলোর সব চেয়ে বড় প্রবলেম হচ্ছে, আসল কথা টা বলে না। মহাসেন কখন হিট করবে এবং কোন জায়গায় হিট করবে । জয়েন্ট হারিকেন ওয়াচ সেন্টার হচ্ছে ঘূর্ণিঝড় এর সব চেয়ে নির্ভর যোগ্য সেন্টার। এইটা জয়েন্ট হারিকেন ওয়াচ সেন্টার এর সর্ব শেষ আপডেট এর লিঙ্ক।

Click This Link এইটাতে অনেক লিঙ্গো আছে। সহজ ভাষায় বলতে গেলে, এইটা বলতাছে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে মহাসেন চিটাগাং এর পাশ দিয়ে যাবে, যার বেগ থাকবে, ক্যাটাগরি ১ মানের। এবং বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার সকালে মহাসেন হিট করবে ককসব্যাজার, মহেশ খালি, কুতুবদিয়া এবং এই এলাকা গুলোর উপর দিয়ে। কিন্তু, চট্টগ্রাম হতে শুরু করে হাতিয়া পর্যন্ত এলাকা মহাসেন এর আয়তায় থাকবেন। যেইটা একই সাথে একটা গুড নিউয এবং ব্যাড নিউয।

গুড নিউয হইলো, আমরা ইতি পুরবে ক্যাটাগরি ৫ মাপের ঝড় ফেস করছি। এর মাত্রা ৯১ বা ৯৬ থেকে কম। ব্যাড নিউয, এই জন্যেযে ঝড় টা খুব স্ল মুভ করছে। মাত্র, ১৮ নট স্পিড। এবং আগামি তিন দিনে এর যে কোন রকম চেঞ্জ হতে পারে।

এবং এইটা যদি মহেশখালি বা ওই দিকের উপর দিয়ে যায়, এবং যদি জোয়ার পায় তবে, সেইটা ভয়ঙ্কর ব্যাপার হবে। কারন, মহেশখালি, কুতুবদিয়া, এই গুলো সমুদ্র পৃষ্ট থেকে খুবি অল্প উপরের দিপ। ফলে, এই সব এলাকায় এবং এমনকি যারা দূরে আছে, সেই সব এলাকাতেও পানি বেড়ে গিয়ে জলোচ্ছ্বাস এর কথা মাথায় রেখে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে। যারা লাইভ আপডেট দেখতে চান তারা এই সাইটে জান Click This Link সবাই যার যার সৃষ্টি কর্তার কাছে প্রাথনা করেন। এই এক্টার পর একটা দুর্যোগের মুখে পরা জাতির উপর, মহাসেন যেন তেমন ক্ষতি বয়ে না আনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.