আমাদের কথা খুঁজে নিন

   

মদ্যপ অবস্থায় পুলিশের এসআইসহ গ্রেপ্তার-৩



বুধবার রাত সাড়ে ১১ টায় লক্ষ্মীপুর শহরের ইষ্টিকুটুম চাইনিজ রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ভাংচুরের ঘটনার ছবি তুলতে গিয়ে বৈশাখী টিভির প্রতিনিধিসহ ২ জন আহত হয়েছে। এসময় ইয়াবা ও মদ সেবনকারী পুলিশের রাঙামাটি সদর থানার সাব ইন্সপেক্টরসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চাইনিজ রেষ্টুরেন্টের মালিক সুমন বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি কক্ষে অবস্থান নিয়ে রাঙামাটির নানিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর ও লক্ষ্মীপুর জেলা শহরের বাসিন্দা কামরুল ইসলাম জাবেদ (৪০), লন্ডন প্রবাসী বাবু (৪২) ও শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা রুবেলসহ (৪০) তাদের কয়েকজন বন্ধু মিলে গত ৩ দিন ধরে ইয়াবা ও মদপানের আসর বসিয়ে আসছিল। একপর্যায়ে হোটেল ম্যানেজার রাকিব তাদের কাছে গত ৩ দিনের বিল (টাকা) দাবি করলে ক্ষিপ্ত হয়ে সাব ইন্সপেক্টর জাবেদের নেতৃত্বে অভিযুক্ত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত ম্যানেজার রাকিবকে রাতেই উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত ওই এসআইসহ ৩ জনকে চাইনিজ রেষ্টুরেন্টের একটি কক্ষে আটক রেখে পুলিশকে খবর দেয়। একই সময় খবরটি ছড়িয়ে পড়লে বহিরাগত কিছু উশৃঙ্খল জনতা ওই চাইনিজ রেষ্টুরেন্টে দেহ ব্যবসা, মদ, ইয়াবা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে চাইনিজ রেষ্টুরেন্টে হামলা করে ভাংচুর চালায়। এ ঘটনার ছবি তুলতে গিয়ে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু বহিরাগত একদল অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তার ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিক টিপুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার নজরুল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে ঘটনার ন্যায় বিচারের আশ্বাস দিয়ে সাব ইন্সপেক্টরসহ আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে যান। সদর থানার ওসি ইসমাইল মিয়া জানান, রেষ্টুরেন্ট মালিক সুমনের দায়ের করা চাঁদাবাজির মামলায় পুলিশের এসআইসহ ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।