ছোট্ট একটি শিশুকে ছুড়ে ফেলে খুন করার অভিযোগে হান লেই (৩৯) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। গাড়ি পার্কিং নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হান দুই বছর বয়সী মেয়েশিশুটিকে ছুড়ে মারেন। এতে গুরুতর আহত হয়ে পরে শিশুটি মারা যায়।
জানা গেছে, গত জুলাই মাসে গাড়ি পার্কিং নিয়ে শিশুটির মায়ের সঙ্গে ঝগড়া বাঁধে হানের। শিশুটির মা পার্কিং এলাকায় গাড়ি রাখার জন্য জায়গা করে দিতে অসম্মতি জানালে হান শিশুটিকে তাঁর গাড়ি (প্রাম) থেকে তুলে মাটিতে ছুড়ে ফেলেন।
এতে শিশুটি গুরুতর আহত হয়ে পরে মারা যায়। সেখানে তার মাকেও মারধর করেন হান। পরে পুলিশ তাকে আটক করে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই অনলাইনে ক্ষোভ প্রকাশ করেন।
১৬ সেপ্টেম্বর বেইজিংয়ের আদালতে এ ঘটনার বিচার শুরু হয়।
তবে হানের দাবি- হত্যাকাণ্ডটি ছিল অনিচ্ছাকৃত। ওই সময় তিনি মাতাল ছিলেন। শিশুকে বহনকারী প্রামটিকে তিনি দোকানের পণ্যবাহী গাড়ি মনে করেছিলেন। সেখানে শিশু ছিল কিনা তিনি জানতেন না।
সিনহুয়া জানায়, মাত্র কয়েক মাস আগেই হান অন্য একটি মামলায় কারাভোগ করে বের হন। ছাড়া পাওয়ার এক বছরের মধ্যেই হত্যার মতো অপরাধ করায় আইনজীবীরা আদালতে তাঁর ফাঁসির আবেদন করেন। শিশুটিকে হত্যার পর হানকে পালাতে সাহায্য করায় লি মিং নামের আরেকজনের বিচার চলছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।