আমাদের কথা খুঁজে নিন

   

ফের ফেদেরার-নাদাল

সিনসিনাত্তি ওপেনের তৃতীয় রাউন্ড। জার্মানির টমি হাসের কাছে প্রথম সেটে উড়েই গেলেন রজার ফেদেরার। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এই সুইস তারকা। গতকাল ভোরে হাসকে ১-৬, ৭-৫, ৬-৪ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরার। তবে সুইস কিংবদন্তির বিপদ কাটেনি।

কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের সঙ্গে। নাদাল তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ার দিমিত্রভকে ৬-২, ৫-৭, ৬-২ গেমে পরাজিত করেছেন। ফেদেরার-নাদাল ৩১তম বারের মতো মুখোমুখি হচ্ছেন। গত ৩০ বারের সাক্ষাতে ২০-১০ ব্যবধানে এগিয়ে আছেন নাদাল। তবে হার্ড কোর্টে দুজনের জয়-পরাজয় ৬-৬ সমান্তরালে।

সিনসিনাত্তি ওপেনে হার্ড কোর্টে দুজনের মধ্যে এগিয়ে যাওয়ার লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জকোভিচও। তিনি বেলজিয়ামের ডেভিড গফিনকে ৬-২, ৬-০ গেমে পরাজিত করেছেন তৃতীয় রাউন্ডে। জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারেও। তিনি ফ্রান্সের জুলিয়ানকে ৬-২, ৬-২ গেমে পরাজিত করেন।

তবে তৃতীয় বাছাই ডেভিড ফেরার রাশিয়ার দিমিত্রির কাছে ৬-২, ৬-৪ গেমে পরাজিত হয়েছেন।

মেয়েদের এককে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। শারাপোভা আগেই বিদায় নিয়েছেন। এবার বিদায় নিলেন পেত্রা কেভিতোভা, সারা ইরানি এবং সামান্থা স্টসার। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস, দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা, লি না, অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা এবং ক্যারোলিন উজনিয়াকি।

সেরেনা উইলিয়ামস কোয়ার্টার ফাইনালে রুমানিয়ার সিমোনার মুখোমুখি হচ্ছেন। সিমোনা তৃতীয় রাউন্ডে সামান্থা স্টসারকে পরাজিত করেছেন। এছাড়া দ্বিতীয় বাছাই আজারেঙ্কা শেষ আটে মুখোমুখি হচ্ছে ক্যারোলিন উজনিয়াকির।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।