আমাদের কথা খুঁজে নিন

   

শুভ্রদেবের তিন অ্যালবাম

শ্রোতারা শুনুক আর না শুনুক_ ঘন ঘন অ্যালবাম প্রকাশ হচ্ছে শিল্পীদের। এ ধারায় নেই জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। তিনি সময় নিয়ে চিন্তা-ভাবনা করে ভালো মানের অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে চান। দু'বছর ধরে তিনি তৈরি করছেন নিজের অ্যালবাম। সময়টা দীর্ঘ হওয়ায় তিনটি অ্যালবাম করছেন শুভ্রদেব।

এর মধ্যে একটি আধুনিক গানের অ্যালবাম। কাজও অনেকখানি শেষ করেছেন। সুর-সংগীতায়োজন করছেন শুভ্রদেব নিজেই। অন্যদিকে কিশোর কুমার বরাবরই শুভ্রদেবের প্রিয় একজন শিল্পী। এই অমর শিল্পীর গান নিয়ে অ্যালবাম করছেন তিনি।

একটি নয় দুটি। কিশোর কুমারের বাংলা গান নিয়ে একটি এবং হিন্দি গান নিয়ে একটি অ্যালবাম করছেন শুভ্রদেব। ইতিমধ্যে গান বাছাইয়ের কাজ শেষ করে রেকর্ডিংয়ে বসে গেছেন। এর মধ্যে অন্তত একটি অ্যালবাম তিনি কোরবানির আগেই প্রকাশ করবেন। শুভ্রদেব বলেন, আমি তাড়াহুড়োর কাজে বিশ্বাসী নই।

এখন তিনটি অ্যালবামের কাজ ধীরে ধীরে করছি। তবে এর থেকে একটি শ্রোতাদের হাতে কোরবানি ঈদের আগেই তুলে দিতে চাই। বাকিগুলোর কাজ শেষ করে উপহার দিব। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।