আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডের ছবিতে শুভ্রদেবের গান !!

রাজনীতিতে বিতর্ক থাকবেই, তবে সবার আগে দেশ বড়। স্বনির্ভর বাংলাদেশ গড়াটাই মুল কথা। আসুন হাতে হাত রেখে আগাই। ফেসবুক গ্রুপ: http://www.facebook.com/groups/nationalistbloggersassociation/ এবার বলিউডের হিন্দি ছবিতে গানের সুর ও সংগীত পরিচালনা করবেন শুভ্রদেব। ছবির নাম পেয়ার কা পাঙ্গা।

পরিচালক সেলিম রাজা। শুভ্রদেবের সুর করা গানগুলোতে কণ্ঠ দেবেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। শুভ্রদেব নিজেও কণ্ঠ দেবেন একটি গানে। গতকাল বৃহস্পতিবার শুভ্রদেব জানান, সম্প্রতি ভারতের মুম্বাই গিয়েছিলেন তিনি। সেখানে গত ২৪ মে একটি হোটেলে সেলিম রাজার নতুন ছবি হন্টেড হাউস-এর মুক্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।

ছবিটি মুক্তি পাচ্ছে ২২ জুন। এই অনুষ্ঠানেই সেলিম রাজা তাঁর পরবর্তী ছবি পেয়ার কা পাঙ্গার ঘোষণা দেন। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন শুভ্রদেবকে। শুভ্রদেব বলেন, ‘চারটি গানই লিখেছেন সেলিম রাজা। আমি এখন গানগুলোর জন্য সুর তৈরি করছি।

আগামী আগস্ট মাসে মুম্বাইয়ে গানগুলোর ধারণকাজ হবে। ’ এর আগে শুভ্রদেব তাঁর থাকবে না চিরদিন অ্যালবামে হিন্দি ভাষায় আটটি গান গেয়েছিলেন। এই গানগুলো ছিল তাঁর খুব জনপ্রিয় হওয়া বাংলা গানের হিন্দি রূপান্তর। পড়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।