চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই !
আন্তর্জাতিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেবের নতুন একক অ্যালবাম। ভারতের টি-সিরিজ থেকে আসবে এ অ্যালবাম। ইতিমধ্যে অ্যালবামটির প্রকাশ বিষয়ে টি-সিরিজের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে শুভ্রদেবের। তবে এটি কোন মৌলিক গানের অ্যালবাম নয়। মৌলিক গানের অ্যালবামের কাজ আপাতত স্থগিত রেখে উপমহাদেশের বরেণ্য শিল্পীদের গাওয়া গানগুলো নিয়ে অ্যালবাম করছেন শুভ্রদেব।
আর সেই অ্যালবামটি প্রকাশ করবে টি-সিরিজ। অ্যালবামটি আগামী বছর প্রকাশ পাবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে অ্যালবামের জন্য গান বাছাইয়ের কাজ চলছে বলে উপমহাদেশের বরেণ্য কোন কোন শিল্পীর গান তিনি গাইবেন তা জানাতে চাচ্ছেন না শুভ্রদেব। তবে গান বাছাই শেষে অচিরেই এ সম্পর্কে তিনি বিস্তারিত জানাবেন। এদিকে আন্তর্জাতিকভাবে অ্যালবাম প্রকাশের আগেই বলিউডের একটি ছবির গানের কাজ ইতিমধ্যে শেষ করেছেন তিনি।
সেলিম রাজা পরিচালিত ‘পেয়ার কা পাঙ্গা’ নামের এ ছবিতে থাকছে শুভ্রদেবের সংগীতায়োজনে চারটি গান। ইতিমধ্যে গানগুলোর কাজ শেষ করেছেন তিনি। গানগুলোতে শিগগিরই কণ্ঠ দেবেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। একটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে শুভ্রদেবেরও। আর সেই উদ্দেশ্যেই খুব শিগগিরই মুম্বই রওনা হবেন তিনি।
এদিকে আন্তর্জাতিক অ্যালবাম ও বলিউডের ছবির কাজ ছাড়াও শুভ্রদেব ভারতের এশিয়ান নেটওয়ার্ক টিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। ‘রায় চৌধুরী’ নামক এ ধারাবাহিকে সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন তিনি, যার শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকেই। এর আগে দেশের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন শুভ্রদেব। কিন্তু দেশের বাইরের নাটকে এই প্রথমবারের মতো কাজ করছেন তিনি। এদিকে শুভ্রদেব বর্তমানে ব্যস্ত স্টেজ প্রোগ্রাম ও টিভি লাইভ নিয়ে।
সময় সুযোগ মিললেই টিভি লাইভে গান গাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় তিনি গতকাল বিকালে দেশটিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। সব মিলিয়ে তাই বেশ ব্যস্ত সময় পার করছেন এখন শুভ্রদেব। এ বিষয়ে তিনি বলেন, আসলে স্টেজ শো নিয়ে সব সময় ব্যস্ত থাকতে হয়, যদিও আমি ভাল মানের শো ছাড়া তাতে অংশ নেই না। এর বাইরে গেল সময়টায় ‘পেয়ার কা পাঙ্গা’ ছবির গান তৈরি নিয়ে ব্যস্ত ছিলাম।
গানগুলোতে খুব শিগগিরই ভয়েস দেবেন শিল্পীরা। এই গানগুলো আশা করছি শ্রোতা-দর্শকদের ভাল লাগবে। আর অ্যালবামও প্রকাশ করতে যাচ্ছি ভারতের টি-সিরিজ থেকে। সব ঠিক থাকলে নতুন বছরেই অ্যালবামটি শ্রোতাদের উপহার দেবো। উপমহাদেশের বরেণ্য শিল্পীদের গান দিয়েই সাজাচ্ছি অ্যালবামটি।
ক্লিক করুন
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।