আমাদের কথা খুঁজে নিন

   

ময়ুরী এখন BNP



খবর ১ : কন্ঠশিল্পী কঁনকচাপা আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। পিছনের খবর : তিনি বহুদিন আওয়ামীলীগের সংরক্ষিত আসন থেকে নির্বাচন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন। কঁনক চাপার প্রতিক্রিয়া:আমি বহুদিন মানুষের সেবা করার উপায় খুঁজছিলাম, তাই রাজনীতি তে যোগ দিলাম। খবর ২: অভিনেতা সোহেল রানা হোমো এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন এবং জাতীয় পার্টির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। পিছনের খবর:তিনিও বহুকাল আওয়ামীলীগ থেকে নমিনেশন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং জাপাতে যোগ দিয়েছেন।

সোহেল রানার প্রতিক্রিয়া :আমি বরাবরেই জনগনের কাতারে এসে জনগনের সেবা করতে চেয়েছি তাই রাজনীতিতে যোগ দিলাম। মন্তব্য : একটি রাজনৈতিক প্রবাদ আছে " রাজনীতির প্রথম কথা হলো " রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দুজনেই প্রথমে আওয়ামীলীগের সাপোর্টার ছিলেন কিন্তু আওয়ামীলীগ তাদের চাহিদা পূরন করতে ব্যর্থ হলে তারা দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দেন। এটাই প্রমান করে নীতির চেয়ে স্বার্থ বড়। কন্ঠশিল্পী মমতাজ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী তারানা হালিম ,অভিনেত্রী কবরি, অভিনেতা ফারুক, কন্ঠশিল্পী আসিফ আকবর, কন্ঠশিল্পী মনির খান, কনকচাপা, অভিনেতা সোহেল রানা সহ অনেক সাংস্কৃতিক অঙনের মানুষেই রাজনীতির সাথে যুক্ত।

সবারেই কমন কথা .... " মানুষের সেবা করতে চাই, তাই রাজনীতির সাথে যুক্ত হয়েছি । " আচ্ছা তারা এই কথা দ্বারা কি প্রমান করতে চায়? রাজনীতির খাতায় নাম না লেখালে মানুষের সেবা করা যায়না? এসব সাংস্কৃতিক অঙনের মানুষগুলো কি রাজনীতিতে আসার আগে যিনি কন্ঠশিল্পী ছিলেন তিনি গানের মাধ্যমে সাধারন মানুষ কে সেবা দেন নি? যিনি অভিনেতা/ অভিনেত্রী তিনি কি রাজনীতিতে আসার পূর্বে তার অভিনয় দিয়ে সাধারন মানুষের কাছে সেবা পৌছে দেন নি? বিনিময়ে সাধারন মানুষরাও কি তাদের অকৃত্রিম ভালোবাসা দেয় নি? আসলে সব ভাঁওতা বাজি। সব আসলে ক্ষমতার লোভ। মানুষের সেবা করতে হলে " রাজনীতি তে আসতেই হবে " এরকম কোন কথা নেই। রাজনীতিতে না এসেও মানুষের সেবা করা যায়।

" গরম মসলা খ্যাতো " বাংলা সিনেমার নায়িকা ময়ূরী পর্যন্ত বিএনপি তে যোগ দিয়েছে। এখন যদি প্রভা, ইভা রহমান, আর আমাদের অনন্ত জলিল ভাই রাজনীতিতে যোগ দেন তাহলেই ষোলকলা পূর্ন হয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।