আমাদের কথা খুঁজে নিন

   

নাইট কুইন ময়ুরী থেকে সাংসদ ময়ুরী

শুনলাম,১৮+ জোটের পক্ষ থেকে নাকি চিত্রনায়িকা "খোদার খাসী ময়ুরী"কে আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার নমিনেশন দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে ????? "ময়ুরী বিম্পিতে যোগ দিচ্ছে" ; ভালো কথা । "ময়ুরী আগামীতে বিম্পির পক্ষ থেকে,মনোনীত সংসদ সদস্য হবে" ; ভালো কথা । কিন্তু,আমার প্রশ্ন একটাই............... বর্তমানে লোকাল মার্কেটের সিডির দোকানে এবং গ্রামগঞ্জের চা-ষ্টল গুলোতে "ময়ুরীর গরম কালেকশান" / "ঝাকানাকা ময়ুরী" / "হট ময়ুরী" / "নাইট কুইন ময়ুরী" / "ময়ুরীর যৌবন জ্বালা" নামক যেসব অশ্লীল পর্ণো সিডিগুলো ওপেনে পাওয়া যায়, ১৮+ জোটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পর ঐসব অশ্লীল এবং পর্ণো সিডিগুলো কি লোকাল মার্কেট থেকে সম্পূর্ণভাবে ব্যানড/নিষিদ্ধ হবে ????? নাকি "ঝাকানাকা ময়ুরী"/"নাইট কুইন ময়ুরী" নাম পাল্টিয়ে পূর্বের সিডিগুলোই,"এমপি ময়ুরী"/"সাংসদ ময়ুরী" নামে গোপনে গোপনে আণ্ডারগ্রাউণ্ড মার্কেটে বিক্রি হতেই থাকবে ????? কোনটা ঘটবে ????? জাতির বিবেকের কাছে,প্রশ্ন রইলো । কিউরিয়াস মাইণ্ড ওয়ান্টস টু নো । সংগৃহীত ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।