আমাদের কথা খুঁজে নিন

   

নদীগর্ভে তিস্তার ডান তীর রক্ষা বাঁধ

তিস্তা ব্যারাজের ভাটিতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ডান তীর রক্ষা বাঁধ গতকাল সকালে নদীগর্ভে বিলীন হয়েছে হুমকির মুখে পড়েছে নব নির্মিত স্পার। স্পারটিও যে কোন মুহূর্তে ভেঙে যেতে পারে। বাঁধ ও স্পার রক্ষার্থে জরুরি ভিক্তিতে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নামমাত্র কাজ করে ভাউচার বিল মাধ্যমে পাউবোর কতিপয় কর্মকর্তা ও দুই ঠিকাদার ওই টাকা ভাগা-ভাগি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাউবো'র ডালিয়া'র নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ওই কাজ তদারকি করার জন্য পাউবো দুই জন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই বলতে পারবেন কেমন কাজ হচ্ছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।