আমাদের কথা খুঁজে নিন

   

ঐশীসহ তিনজনকে আজ আদালতে হাজির করা হবে

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী, গৃহকর্মী সুমি ও ঐশীর বন্ধু জনি ওরফে রনিকে আজ রোববার দুপুরে আদালতে হাজির করা হবে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। মাসুদুর রহমান জানান, দুপুরে এই তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। ১৪ আগস্ট রাতে মাহফুজুর ও তাঁর স্ত্রীকে হত্যা করা হয়। এ ঘটনায় ঐশীসহ ছয়জনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মাহফুজুর ও স্বপ্নার মেয়ে ঐশী রহমানের সম্পৃক্ততা পেয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।