এসবি কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমান, তার বন্ধু ও বাসার পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মহানগর হাকিম মিজানুর রহমান আজ রবিবার এই আদেশ দেন।
পল্টন থানার এসআই শহীদুল্লাহ প্রধান দুপুরে ঐশী, তার বন্ধু মিজানুর রহমান রনি ও গৃহ পরিচারিকা খাদিজা খাতুন সুমিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
এদিকে, ঐশীর পক্ষে তার আইনজীবী মাহাবুব হাসান রানা, চৌধুরী মোহাম্মদ গালিব রাকিব ও রেজাউর রহমান টিংকু রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তিনি মহিলা পুলিশের উপস্থিতিতে সতর্ককতার সঙ্গে ঐশীকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।